বড়লেখা প্রতিনিধি

২৭ মে, ২০১৯ ১৯:৫২

জেএসসিতে মেধাবৃত্তি পেয়েছে বড়লেখার ফেরদৌসি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রকাশিত বৃত্তির ফলাফলে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে মৌলভীবাজারের বড়লেখার হাইফা মুহিত ফেরদৌসি।

সে শহরের রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের শিক্ষার্থী। সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও বৃত্তি পেয়েছিল।

বাবা ব্যবসায়ী আব্দুল মুহিত ও মা আছিয়া বেগম দম্পতির একমাত্র কন্যা। তাদের বাড়ি উপজেলার বর্ণি ইউনিয়নে। হাইফা ভবিষ্যতে ভালো একজন চিকিৎসক হতে আগ্রহী। তার এই কৃতিত্বের জন্য বাবা মা এবং স্কুল শিক্ষকদের অবদান সবচেয়ে বেশী বলে জানায়। সে সকলের দোয়া প্রার্থী।

সম্প্রতি ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এবারের বৃত্তির ফলাফলে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের ৭০ জন শিক্ষার্থীর মাঝে ১১ জন শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ও ৩৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

আপনার মন্তব্য

আলোচিত