তাহিরপুর প্রতিনিধি

২৭ মে, ২০১৯ ২১:১৪

তাহিরপুরে ধান কেনার দাবী জানিয়ে মানববন্ধন

ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি ও প্রকৃত কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবী জানিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) দুপরে বাংলাদেশ মানবাধিকার কমিশন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে পূর্ব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন তাহিরপুর উপজেলার শাখার সভাপতি আব্দুল জলিল তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন তাহিরপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ ছায়েদুল কিবরিয়া, সহকারি অধ্যাপক বাহা উদ্দিন বাহার, সুভাষ পুরকায়স্থ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত