সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৯ ১৭:১০

বাংলাদেশ রোভার মুট দলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির তারেক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট (এসআরএম) মো. তারেক আহমেদ বাংলাদেশ রোভার মুট দলে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের এই রোভার মুট দল আগামী ৩১ মে (শুক্রবার) থেকে ৪ জুন পর্যন্ত পাঁচদিন নেপালে অনুষ্ঠিতব্য প্রথম আন্তর্জাতিক রোভার মুটে অংশগ্রহণ করবে।

আন্তর্জাতিক রোভার মুটে অংশ নিতে বুধবার (২৯ মে) সকালে বাংলাদেশ দলের সাথে ঢাকা থেকে বিমানযোগে নেপালে যাবেন তারেক।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিনিয়র রোভার মেট মো. তারেক আহমেদ জানান, প্রথম আন্তর্জাতিক রোভার মুটে বাংলাদেশ থেকে ৩০ জন রোভার অংশগ্রহণ করছেন। তন্মধ্যে তিনিও (তারেক) একজন। দেশের বাইরে দেশকে, নিজের বিশ্ববিদ্যালয় ও রোভার স্কাউট গ্রুপকে উপস্থাপন করতে পারাটা অনেক গর্বের।

এদিকে, বাংলাদেশ রোভার মুট দলে জায়গা করে নেয়ায় মো. তারেক আহমেদকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। তিনি নেপালে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের জন্যও শুভকামনা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত