সংবাদ বিজ্ঞপ্তি

১১ জুন, ২০১৯ ০২:১৯

সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী

সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির (নিউলা) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) রাতে সমিতির সিলেট জেলা বার শাখার উদ্যোগে স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুর রশিদের সভাপত্বিতে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির (নিউলা) প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. সাইফ উদ্দিন (রতন)।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সত্তার ও অ্যাডভোকেট এন আই এম চৌধুরী মাসুম।

পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী, অ্যাডভোকেট ফারজানা হাবিব, অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, অ্যাডভোকেট তাজ উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সোহেল, অ্যাডভোকেট মো. আলা উদ্দিন, মোহাম্মদ আজিজুর রহমান, অ্যাডভোকেট এম. আকবর হোসেন, অ্যাডভোকেট মো. রেজাউল করিম খাঁন, অ্যাডভোকেট রেহেনুজ্জামান চৌধুরী দিপু, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট রেদওয়ানূল ইসলাম, অ্যাডভোকেট কবির আহমদ, অ্যাডভোকেট মো. আজিজুর রহমান, অ্যাডভোকেট রনেন সরকার রনি, অ্যাডভোকেট গোলাম রসুল সুমেল, অ্যাডভোকেট সুবল কান্তি পাল, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, অ্যাডভোকেট মনজুর রহমান, অ্যাডভোকেট লায়েক আহমদ, অ্যাডভোকেট শামসুল আলম দোস্কী, অ্যাডভোকেট কামাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত আইনজীবীবৃন্দ এক নৈশভোজে মিলিত হন।

অনুষ্ঠানের শুরুতে সিলেট ল’ কলেজের প্রাক্তন অধ্যক্ষ অ্যাডভোকেট মনির উদ্দিন ও মৌলভীবাজার আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবিদ সুলতানার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যাডভোকেট আবিদ সুলতানার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামি ১৬ জুন (রোববার) বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনের সড়কে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত