সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৯ ১৯:২৫

সিলেট ওসমানী মেডিকেল নার্সেস এসোসিয়েশনের বরণ ও বিদায় সংবর্ধনা

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য যোগদানকারী, পদোন্নতিপ্রাপ্ত এবং বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

রোববার (১৬ জুন) সকালে হাসপাতালের নতুন ভবনের সেমিনার কক্ষে এই বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. ইউনুছুর রহমান।

অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ওসমানী হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. দেবপদ রায়, হাসপাতালের নতুন ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা. আফসার উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, ওসমানী হাসপাতাল থেকে বদলি হওয়া সাবেক সহকারী পরিচালক (অর্থ) ডা. মো. আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, সাবেক সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, সহকারী পরিচালক (নার্সিং) ইলা রানী দেব, নার্সিং কলেজের ইন্সট্রাক্টর কল্পনা রানী দেব, নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইলা সিনহা, শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট সাইদা ইয়াসমিন, মৌলভীবাজার হাসপাতালে বদলিকৃত ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট লক্ষী রানী দাস, সুনামগঞ্জ সদর হাসপাতালে যোগদানকারী ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট অঞ্জলী রানী দেব, জেলা পাবলিক হেলথ নার্স পদে পদোন্নতিপ্রাপ্ত কনিকা রানী দাস, ওসমানী থেকে বদলি হওয়া নার্সিং সুপারভাইজার পরিমল বনিক, সিনিয়র স্টাফ নার্স কুমুস কুমারী হালদার ও নার্সিং সুপারভাইজার কুমারী রুবী রানী সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীম নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সহধর্মিনী ডা. নাহিদ সুলতানা, হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের কো-অর্ডিনেটর ডা. শ্যামল চন্দ্র বর্মন, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. আবু নঈম মোহাম্মদ, আবাসিক সার্জন (সার্জারি) ডা. অরুন কুমার বৈষ্ণব, আবাসিক সার্জন (চক্ষু) ডা. মো. শাহরিয়ার খলিল চৌধুরী, আবাসিক সার্জন (অর্থো) ডা. বিপুল চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে বিদায়ী ও সংবর্ধিত অতিথিদেরকে হাসপাতালের পরিচালক  প্রশাসন ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেয়া হয়।


আপনার মন্তব্য

আলোচিত