সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০১৯ ২০:৫০

উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার

সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দদের নিয়ে দিনব্যাপী উগ্রবাদ প্রতিরোধ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুন) বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারের উদ্ভোধন করেন সিলেট মহানগর পুলিশের অতিঃ পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) পরিতোষ ঘোষ।

উদ্ভোধন কালে তিনি বলেন, উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়গুলোর প্রতি সবাইকে আরও সতর্কতার সহিত গুরুত্ব দিতে হবে। উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ। এমতাবস্থায় বিশে^র বিভিন্ন দেশ জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশকে রোড মডেল হিসেবে গন্য করে।

উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) এ এইচ এম আব্দুর রকিব, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, সিলেট জেলা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) মো. মাহবুব আলম, সিলেট জেলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মাহফুজা লিজা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. সিদ্দিকুর রহমান।

সেমিনারে সিলেটের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

আলোচিত