সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৯ ১৭:২০

সিলেটে রবীন্দ্রনাথের শতবর্ষ স্মরণোৎসবের লোগো উন্মোচন ৩ জুলাই

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘সিলেটে রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোৎসব’ এর লোগো উন্মোচন হবে ৩ জুলাই। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদনীঘাটে লোগো উন্মোচন করা হবে।

শনিবার (২২ জুন) নগর ভবনে কমিটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

‘সিলেটে রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোৎসব’ কার্যকরী কমিটির আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব মেয়র আরিফুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, ইকরামুল কবির, তাপস দাস পুরকায়স্থ, আল আজাদ, আমিনুল ইসলাম লিটন, মিসফাক আহমেদ চৌধুরী, রানা কুমার সিনহা, জ্যোতির্ময় সিংহ মজুমদার, নিরঞ্জন দে যাদু, গৌতম চক্রবর্তী, প্রতীক চন্দ, রজতকান্তি গুপ্ত প্রমুখ।  

আপনার মন্তব্য

আলোচিত