সংবাদ বিজ্ঞপ্তি

২৬ জুন, ২০১৯ ২৩:৪১

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেটের সদস্য ফরম জমা

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার সদস্যদের তালিকা ও ফরম সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপির নিকট জমা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলস্থ শেখ ফজলে নুর তাপসের ল' চেম্বারে সদস্য সংগ্রহে সিলেট জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত এডভোকেট মো. মইনুল ইসলাম, কিশোর কুমার কর এডভোকেট, মো. আব্দুল কুদ্দুস এডভোকেটের পক্ষে ফরমগুলি তুলে দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সংঘটনের দায়িত্বপ্রাপ্ত হোসেন আহমদ এডভোকেট। সাক্ষাতের সময় জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

২০১৭ সালে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সমিতির মোট ৫৫৮ জন সদস্য সংগঠনের সদস্য ফরম সংগ্রহ করে ৪৩৫ জন সদস্য তাদের সদস্য ফরম জমা প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমিতির পক্ষে নব নির্মিত ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩নং হল ভবন নির্মাণের জন্য ৫ কোটি টাকা অনুদান প্রদানের আবেদনে শেখ ফজলে নুর তাপস এমপির আইন মন্ত্রণালয় বরাবরে জোর সুপারিশ প্রদান করেন। এসময় তিনি চলিত বাজেটেই ৫ কোটি টাকা বরাদ্দের বিষয়ে সাধারণ সম্পাদক হোসেন আহমদকে আশ্বস্ত করেন। ফরম জমাকালে সময় শেখ ফজলে নুর তাপস এমপি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল এডভোকেটের সাথে মুঠোফোনে কথা বলেন। এসময় সভাপতি তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে, সিলেটে ২০১৭ সালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তৎকালীন আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট ও সাধারণ সম্পাদক হিসেবে হোসেন আহমদের দাবির প্রেক্ষিতে ৫ কোটি টাকা বরাদ্দে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা করে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি।

আপনার মন্তব্য

আলোচিত