সংবাদ বিজ্ঞপ্তি

০১ জুলাই, ২০১৯ ১৮:১২

মণিপুরী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা

রথযাত্রা ৪ জুলাই ও উল্টোরথ ১১ জুলাই

দুশো বছরের পুরনো মণিপুরী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের রথযাত্রা ৪ জুলাই ও উল্টোরথ ১১ জুলাই উপলক্ষে নগরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) রাতে নগরীর সুবিদবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউ আখড়া মণ্ডপ প্রাঙ্গণে আখড়া পরিচালনা কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি পরমানন্দ সিংহ। সাধারণ সম্পাদক এল নন্দলাল সিংহের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা নিধেন সিংহ, সেবাইত জয় শর্ম্মা, বিধান দাস, হিমাংশু দাস, বাসক সিংহসহ প্রতিনিধিরা।

সভা শেষে বিশিষ্ট কীর্তন গায়ক রতন দাসের মাধ্যমে ধর্মীয় সংকীর্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করে সভা পরিসমাপ্ত করা হয়।

সভায় জানানো হয়, রথ সাড়ম্বরভাবে কীর্তন প্রসাদি বিতরনসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপিত হবে। শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলভদ্র, শ্রীমতী সুভদ্রা মহারাণীসহ অন্যান্য বিগ্রহ দিয়ে সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে রথ টেনে দুইশত বছর ধরে রথযাত্রার মিলিত প্রাঙ্গণ অর্থাৎ নির্ধারিত স্থান সিলেটের ঐতিহ্যবাহী রিকাবীবাজার প্রাঙ্গণে পালিত হবে।

আরো জানানো হয়, একসঙ্গে আরতিসহ পূজার সব আচার অনুষ্ঠান শেষ করে সন্ধ্যের পূর্বেই স্ব স্ব রথ নিয়ে ফিরে যাবেন নিজ নিজ মন্দির প্রাঙ্গণে। এইভাবে দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব পালন করে মণিপুরী বৈষ্ণব সম্প্রদায়, ঠিক এক সপ্তাহ পরে তিথি নক্ষত্র অনুযায়ী সাতদিন পর হয়ে থাকে উল্টোরথ।

উল্লেখ্য, ১৮২২ খ্রিস্টাব্দ সালে মণিপুরের রাজা গম্ভীর সিংহ প্রথম সিলেটে রথযাত্রা প্রবর্তন করেন। সেই সময়কাল থেকে আজওবধি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উৎযাপন করে আসছে।

বৈষ্ণবীয় পঞ্জিকা মতে, ৪ জুলাই (বৃহস্পতিবার) বাংলা ১৮ আষাঢ় এবং উল্টোরথ ১১ জুলাই (বৃহস্পতিবার) বাংলা ২৫ আষাঢ় সনাতন ধর্মাবলম্বী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় অনুষ্ঠানটি সিলেট শহরের চৌদ্দটি মণিপুরী পাড়া পালন করে থাকে।

এসব আখড়াসমূহ হলো: ১) শ্রী শ্রী কৃষ্ণ বলরাম আখড়া, লামাবাজার ২) শ্রী শ্রী জগন্নাথ জিউ আখড়া, আম্বরখানা ৩) শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, শিবগঞ্জ ৪) শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, মণিপুরী রাজবাড়ী ৫) শ্রী শ্রী জগন্নাথ জিউ আখড়া, নয়াবাজার ৬) শ্রী শ্রী জগন্নাথ মন্দির, নরসিংহ টিলা ৭) শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, লালাদিঘীর পাড় ৮) শ্রী শ্রী জগন্নাথ মন্দির, বড় বাজার ৯) শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার, ১০) শ্রী শ্রী ব্রজেশ্বরী মন্দির, শিবগঞ্জ ১১) শ্রী শ্রী মহাপ্রভু মন্দির নীচপাড়া, নরসিংহ টিলা ১২) শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘীর পার ১৩) শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণ গাছ ও ১৪) শ্রী শ্রী গোপিনাথ জিউ আখড়া, মাছিমপুর।

আপনার মন্তব্য

আলোচিত