সংবাদ বিজ্ঞপ্তি

১৭ জুলাই, ২০১৯ ২১:৫৬

বন্যার্তদের মাঝে মালেকা বেগম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে সৃষ্ট সিলেট সদর উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে মালেকা বেগম ফাউন্ডেশন।

বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার বাইশটিলা, বরইকান্দি, শিমুলকান্দি, বালিয়া ও বারোঘরিয়া গ্রামে দুর্গতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার ও নগদ টাকা।

ত্রাণ বিতরণকালে মালেকা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. সালাহ উদ্দিন বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সামর্থবানদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোজাম্মেল হক, সিলেটস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি সাইফুল আলম পারভেজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এহসান, প্রচার সম্পাদক এসকান্দার মোহাম্মদ হাসেম, নাসির মাস্টার, মিউজিয়াম অব রাজাস্ সহকারী জাহাঙ্গীর আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত