সিলেটটুডে ডেস্ক

০১ আগস্ট, ২০১৯ ২২:৫৪

বাংলাদেশ ব্যাংকে আগস্টের ১ম দিনে কালোব্যাজ ধারণ

বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়েছেন বাংলার স্বাধীনতা ও বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য। নিজেই নিজেকে রাজনৈতিকভাবে এবং গণমানুষের অধিকার আদায়ের জন্য প্রস্তুত করে গড়ে তোলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব এবং তা দেশপ্রেমও বটে।

তিনি ১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) এবং নীল দল, সিলেট এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে কালো ব্যাজ ধারণকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

এসময় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান-কে কালো ব্যাজ পরিয়ে দিয়ে কার্যক্রমের সূচনা করেন বঙ্গবন্ধু পরিষদ এবং নীল দল সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফ (যুগ্ম পরিচালক)। কর্মসূচীতে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

যথাযথ ভাব-গাম্ভীর্য্য সহকারে কালো ব্যাজ ধারণ করেন উপমহাব্যবস্থাপক শামীমা নার্গিস, হারুনুর রশিদ, খালেদ আহমদ, দিদারুল ইসলাম, যুগ্ম পরিচালক সুব্রত তালুকদার, মোছা. ফেরদৌসী বেগম, মোজতবা রুম্মান চৌধুরী, মোঃ হুমায়ুন আহমদ খান চৌধুরী, গোলাম মাহমুদ চৌধুরী, মো.আব্দুল হাফিজ, রাজেশ আচার্য্য, বিপ্লব চন্দ্র দত্ত (সাধারণ সম্পাদক-নীল দল,সিলেট), মো.আবুল কালাম আজাদ (ডিজিএম-ক্যাশ), মো. শফিকুল ইসলাম (সভাপতি-ওয়েলফেয়ার কাউন্সিল), উপ পরিচালক মো. বদরুদ্দোহা, জলি তালুকদার, সুব্রত সেনাপতি, ড. শিরিন আকতার, সতীশ চন্দ্র দাস, মোঃ আব্দুল হাদী, সিতাংশু শেখর রায়, রত্মেশ্বর ভট্টাচার্য্য (সম্পাদক-ওয়েলফেয়ার কাউন্সিল), দেবাশিস তালুকদার, রাজেশ্বর ভট্টাচার্য্য, সিন্ধু ভূষণ পাল, মো. ফয়জুল কবীর, সুমন্ত আচার্য্য, কাজী করিমুজ্জামান, রওশন আরা বেগম, হুমায়রা জাহান রুপু, সহকারি পরিচালক সুমি দাস, সিফাতুদ্দোজা মুহাম্মদ ছগির, কেয়া চন্দ, বায়ানা নাওমী, মো.দেলওয়ার হোসেন, মো.মহিউদ্দিন জাহাঙ্গীর, অফিসার মৌসুমী বর্মন, উর্মি রানী দেব, মো. আবুল কালাম আজাম মিটু, প্রণয় রায়, সিবিএ সভাপতি মো. মোফাখখারুল ইসলাম, সম্পাদক আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলমগীর, আন্তর্জাতিক সম্পাদক মো. আসাদ উদ্দিন, মো. মাহমুদুল হাসান, মো. আজিজুর রহমান, মো. তফাজ্জ্বল হোসেন, মো. মনিরুল ইসলাম মনির, সুলতান আহমদ, মিয়া মো. মনির মঞ্জুর এবং অফিসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত