সিলেটটুডে ডেস্ক

০৪ আগস্ট, ২০১৯ ১৯:৩১

এরশাদ স্মরণে সিলেটে মহিলা পার্টির শোক র‌্যালি

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে সিলেটে শোক র‌্যালি করেছেন জেলা জাতীয় মহিলা পার্টি।

রোববার (৪ আগস্ট) বিকেলে নগরীর তালতলা থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দরা।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, সিলেট সদর উপজেলার শাখার আহবায়ক রাবেয়া বেগম, সদস্য সচিব সিপা বেগম, রাশেদা বেগম, মিতু বেগম, কুহিন আক্তার, সিপা আক্তার, তানিয়া বেগম, আছিয়া বেগম, জাহানারা বেগম, নূরজাহান বেগম, আকলিমা বেগম, বিউটি বেগম, হিরুনা বেগম, তসলিমা বেগম, তাসলিমা আক্তার, ফরিদা আক্তার, সেলি আক্তার, কুলসুমা বেগম।

শোক র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের উন্নয়নের যাত্রা শুরু করেন। তিনি শুক্রবার সরকারি ছুটিসহ দেশের কল্যাণে ঔষধনীতি প্রণয়ন করেন। এ কারণে দেশের মানুষ এখনো সহজলভ্য ভাবে ঔষধ খেতে পারছেন। দেশের রাজনীতিতে এরশাদের অবদান ভুলার নয়। প্রতিটি সরকারেই তার অবদান রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত