সংবাদ বিজ্ঞপ্তি

০৫ আগস্ট, ২০১৯ ২৩:২৩

ডেঙ্গুতে আক্রান্তদের দেখতে হাসপাতালে আসাদ উদ্দিন

ডেঙ্গু রোগে আক্রান্তদের দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে হাসপাতালে আওয়ামী পরিবারের নেতৃবৃন্দদের নিয়ে তিনি রোগীদের দেখতে যান। এসময় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সকল রোগীকে ডাবের পানি খাওয়ান আসাদ উদ্দিন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটসহ সারাদেশে ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে গ্রহণ করা হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক নানান কর্মসূচী। জনগণ সচেতন হলে অচিরেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে বলে উলে­খ করেন তিনি। সেই সাথে রোগীদের সহায়তায় সার্বক্ষণিক নিয়োজিত থাকায় ওসমানী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. রাজ উদ্দিন, ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, ডা. মো. হোসেন রবিন, ডা. মো, আরাফাত রহমান, সাইফুল ইসলাম, ইন্টার্ন সভাপতি হরিসত, ডা. সুনিল বিশ্বাস, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান, বিএনএ ওসমানী মেডিকেল শাখার সভাপতি শামীমা নাসরিন, বিএনএ ওসমানী মেডিকেল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, কোষাধ্যক্ষ লিনুফা ইয়াসমিন, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজির আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, যুবলীগ নেতা মুরাদ আহমদ মুরন, আবির হাসান, এম. এস. হাসান, ছাত্রলীগ নেতা সাদিক, ইয়াসিন আরাফাত রকিব, সমন রায়, নিয়ামুল হক, নোমান আহমদ, হাবীবুর রহমান, মির্জা সোয়েব আহমদ, সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত