সংবাদ বিজ্ঞপ্তি

১০ আগস্ট, ২০১৯ ০২:১৫

একটি মহল ইর্ষান্বিত হয়ে গুজব ছড়াচ্ছে : ব্যারিস্টার ইমন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন, দেশে যখন তরতর করে উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল ঈর্ষান্বিত হয়ে কল্লাকাটার গজব ছড়াচ্ছে। দেশের জনগণ এদের রুখে দিচ্ছেন। এরা জনসমর্থন হারিয়ে নানা ষড়যন্ত্র করছে। প্রেসব্রিফিং ভিত্তিক রাজনীতিতে ওরা সীমাবদ্ধ।

বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে ওরা ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর স্বপরিবার হত্যা করেছে বলে উল্লেখ করেন ইমন। তিনি শোকের এই মাসে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মযজ্ঞ এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার জন্য আহবান জানান।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর ব্যক্তিগত উদ্যাগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবন্ধু হত্যা মামলার এ আইনজীবি।

ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সৈয়দ জিগার আলমের পরিচালনায় স্থানীয় পীরেরগাঁও মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, প্রবীণ মুরব্বী আইয়ুব মিয়া কামালী, যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম কামালী, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল হাই।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, যুবলীগ নেতা ইকবাল হোসেন লিলু, আব্দুল করিম জসিম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কাজী এনাম, ছাত্রলীগ নেতা শেখ ময়নুন ইসলাম, এহসানুল হক জয়নাল, সামছুর রহমান মিঠু, আমীর হামজা প্রমুখ।

এসময় স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা দানিছ উল্লাহ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ইউপি সদস্য জুয়েল মিয়, আব্দুল আজিজ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি চুনু কামালী, যুবলীগ নেতা দুলা মিয়া কামালী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল কামালী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল কামালী, এলাকার জামাল মিয়া কামালী, আইযুুব মিয়া কামালী, স্থানীয় ছাত্রলীগ নেতা সোহাগ কামালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে এলাকার প্রায় ৬ শতাধিক পরিবারের মধ্যে সোয়াবিন তেল, ময়দা, চিনি, পিয়াঁজ, সেমাই ও দুধ ইত্যাদি পণ্যসামগ্রী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত