সংবাদ বিজ্ঞপ্তি

০১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০৯

নাজিরবাজার লতিফিয়া পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগার, দক্ষিণ সুরমা, সিলেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) নাজিরবাজার এলাকার বিভিন্ন মসজিদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান করা হয়।

এদিন বাদ জোহর থেকে শুরু হয়ে নাজির বাজার জামে মসজিদ, নাজির বাজার দারুল কুরআন মাদরাসা, ফরিদপুর দারুল হিফজ দাখিল মাদরাসা, পুষ্পকলি একাডেমি, ঝাজর-নরশিংপুর প্রাইমারি স্কুল ও মসজিদ, নূরপুর প্রাইমারি স্কুল, রাজাপুর
মসজিদ, চন্ডিতিয়র স্কুল-মসজিদ-মাযার, রাজ মোহাম্মদপুর মসজিদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে গাছের চারা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা ও ফরিদপুর মাদরাসার মুহতামিম হাফিজ জমিলুল হক, উপদেষ্টা প্রতিষ্ঠিত ব্যবসায়ী দয়াল উদ্দীন তালুকদার, সভাপতি মাওলানা একরামুল হক, লালাবাজার ৮নং ওয়ার্ড প্রতিনিধি ও পাঠাগারের আজীবন সদস্য রৌশন আলী, সহ-সভাপতি নিজাম উদ্দীন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ হাফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ আশরাফ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য বদরুল ইসলাম, মারজার আহমদ, জাহিদুল ইসলাম, আজীবন সদস্য শিপন আহমদ প্রমুখ।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের কর্তৃপক্ষরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত