সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩১

সিলেটে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মতবিনিময়

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সিলেট সফর উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে তিন দফা দাবী পেশ ও পরিচিতি- মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি রতি কান্ত দাস এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মো. মামুন।

সভার শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে তিন দফা দাবি পেশ করেন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

দাবি গুলো হল- অধস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত কওে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল ব্লক পদ বাতিল কওে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইকোর্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষাগত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ক্রমানুশারে প্রতি ৫ বৎসর অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। অধস্তন সকল আদালতে কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা বাতিল।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, সিনিয়র সহসভাপতি মো. ইফতেখার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক শাকের আহমদ জুনেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম, গোলাম বাবুল নয়ন, বেদারুল আলম, মো. কামাল হোসেন, রিয়াজ উদ্দিন, জিয়াউল হক, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার আপ্যায়ন সম্পাদক মো. খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আতাউর রহমান, সদস্য আবু হাসনাত রিয়াজ, যুগ্ম সম্পাদক, মিজানুর রহমান, সহ-সভাপতি কজ্জল চক্রবর্তী, সহ-সভাপতি আজাদ মিয়া, মো. আমিনুর রশিদ, শাহানা আক্তার, কল্যাণী সিনহা, দীপংকর পাল, বিভাগীয় সমন্বয়কারী সোহেল রানা, মো. আব্দুল কাদির, মো. বদরুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. গৌছ উদ্দিন, ফাইজুল ইসলাম, লেলিন পোদ্দার প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত