সংবাদ বিজ্ঞপ্তি

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৩৯

বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম কুড়িগ্রামের কমিটি গঠন

বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ)-কুড়িগ্রাম জেলা শাখার ১ম সম্মেলনে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কন্ঠভোটের মাধ্যমে পরেশ রবিদাসকে সভাপতি, শান্ত রবিদাসকে সাধারণ সম্পাদক এবং সনজিত রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ) এর কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।

বিআরএফ এর অন্যতম অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ)’-কুড়িগ্রাম জেলা শাখার সম্মেলন গত ৭ সেপ্টেম্বর শহরের পুরাতন গ্রন্থাগার চত্বর (রিভারভিউ স্কুল) এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো’র কুড়িগ্রাম প্রতিনিধি শফি খান।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। সভাপতিত্ব করেন বিআরএফ-কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মতিলাল রবিদাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট, সংগঠক ও গণকমিটির আহবায়ক নাহিদ হাসান নলেজ, কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম নেতা অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, নাট্যকর্মী সেজান নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিআরএফ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৈলাশ রবিদাস।

বিআরএফ-কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিপুরাম রবিদাসের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন বিআরএফ-কুড়িগ্রাম জেলা শাখার সহ সভাপতি ভোলারাম রবিদাস, নাগেশ্বরী উপজেলা বিআরএফ এর সভাপতি মানিক রবিদাস, রৌমারী উপজেলা বিআরএফ এর সভাপতি সেবালক রবিদাস, রবিদাস ছাত্রনেতা পরেশ রবিদাস, মিলন রবিদাস, শান্ত রবিদাস, সনজিৎ রবিদাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরএফ-কুড়িগ্রাম জেলা শাখার সহ সাধারণ সম্পাদক দিনেশ রবিদাস, সহ সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রবিদাস, ছাত্রনেতা তুলশী রবিদাস, চন্দন রবিদাস, প্রীতম রবিদাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত