সংবাদ বিজ্ঞপ্তি

২৩ অক্টোবর, ২০১৯ ২২:৩১

শ্রীহট্ট প্রকাশের লেখকআড্ডা

শ্রীহট্ট প্রকাশ-এর ২য় বই প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত ‘স্মৃতির দর্পণে আবহমান বাংলা’-এর বই লেখক সাংবাদিক আবদুল হামিদ মানিক-এর সাথে আপনজনদের আড্ডা ২৩ অক্টোবর ২০১৯ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

নগরীর দাড়িয়াপাড়ায় প্রদর্শনীস্থলে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন শ্রীহট্ট প্রকাশের কর্ণধার জিবলু রহমান। বক্তব্য রাখেন ব্যাংকার ও লেখক মো. নূরুজ্জামান, লেখক অনুবাদক ও শিক্ষক মোহাম্মদ আবদুল লতিফ, মদন মোহন কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক আবদুল হান্নান, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সাবেক উপাধ্যক্ষ পূর্ণেন্দু কুমার রায়, কলামিস্ট ও শিক্ষক আবদুল মালিক, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক চৌধুরী দোলোয়ার হোসেন জিলন, শাবিপ্রবির সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, ওয়ান প্রিন্টিং প্রেসের কর্ণধার আহমদ আবদুল ওয়াদুদ, গল্পকার জসীম আল ফাহিম, রোটারিয়ান রেবেকা জাহান রুবি, ব্যাংকার এনামুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, ফটো সাংবাদিক এইচ.এম. শহিদুল ইসলাম, চ্যানেলএস-এর সাংবাদিক মো. বেলায়েত হোসেন, লেখক ফারহানা খানম ঝুমা, গল্পকার লিপি খান প্রমুখ।

অনুষ্ঠানে আবদুল হামিদ মানিক তার বই লেখার পটভূমি বর্ণনা করার পাশাপাশি জীবনের অনেক স্মৃতি তুলে ধরেন। তিনি প্রকাশিত বইয়ে যেসব তথ্য তুলে ধরতে পারেননি তা আগামী ২য় খণ্ডে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত