সংবাদ বিজ্ঞপ্তি

০৩ নভেম্বর, ২০১৯ ০১:৩৩

৩১তম হাসেমী মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামালবাজার ইউনিয়নের শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ হাসীম পরিচালিত ৩১তম হাসেমী মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২ নভেম্বর শনিবার হাসিমী মডেল একাডেমিতে সম্পন্ন হয়েছে।

এ বছর সিলেট সিটি কর্পোরেশন, দক্ষিণ সুরমা, সদর ও বিশ্বনাথ উপজেলার ৫৪টি বিদ্যালয়ের ৫২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

এ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, কামালবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, আলহাজ্ব লজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী কুমার সাহা, দক্ষিণ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, শহিদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব, আনন্দ খেলাঘর আসরের সভাপতি মো. জালাল উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নূরুল ইসলাম, হাসিমী বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও হাসিমী মডেল একাডেমির প্রধান শিক্ষক আতিকুল হক আব্দুল্লাহ, পরিচালক মো. কামাল হোসাইন, মো. রেজাউল করিম, জামাল হোসেন, আকতার হোসেন, ফখরুল ইসলাম, একরামুল হক, নূরুল হক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত