দিরাই প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০১৯ ২৩:৩৬

দিরাই উপজেলা প্রশাসনের জরুরি সভা

সুনামগঞ্জের দিরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফি উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

আরও বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, সহ সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, তথ্য কর্মকর্তা জান্নাত ফেরদৌস সনি, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, শিবলী আহমদ বেগ, আব্দুল কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত