সংবাদ বিজ্ঞপ্তি

০২ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩০

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের অসঙ্গতি দূর করা অত্যাবশ্যক

ছবি: প্রতীকী

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের অসঙ্গতি দূর করে যুগোপযোগী করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার। আজ ২ ডিসেম্বর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বাহারানে সুলতান বাহার বলেন, গতকাল বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের ভাড়া নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত ধারাটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মহামান্য হাই কোর্ট যে রুল জারি করেছেন আমরা তাকে স্বাগত জানাই। বাড়িভাড়া আইনের বিদ্যমান অসঙ্গতি দূর করে মানসম্মত বাড়ি ভাড়া নির্ধারণের যে সুপারিশ হাই কোর্ট করেছেন তা অত্যন্ত বাস্তবসম্মত ও বর্তমানে ভাড়াটিয়াদের প্রাণের দাবি।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি বলেন, আমরা প্রত্যাশা করি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টরা অত্যন্ত গুরুতর বিষয়টি সম্পর্কে দায়িত্বশীলতার সাথে মতামত হাই কোর্টকে জানাবেন এবং ভাড়াটিয়াদের জন্য ন্যায্য ভাড়া নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মন্তব্য

আলোচিত