সংবাদ বিজ্ঞপ্তি

০৫ ডিসেম্বর, ২০১৯ ০১:২৯

রেঙ্গার দস্তারবন্দি সম্মেলন: হুফফায ও ফাজিলদের প্রস্তুতি সভা

সিলেটের দক্ষিণ সুরমার জামেয়া তোওয়াক্কুলিয়া রেঙ্গার আগামী ২৫-২৬-২৭ ডিসেম্বর শতবর্ষ পূর্তি ও দস্তারবন্দি সম্মেলন সফলের লক্ষ্যে বুধবার (৪ ডিসেম্বর) নগরীর দরগাহ মাদ্রাসায় রেঙ্গা মাদ্রাসার সাবেক হুফফায ও ফাজিলদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

হাফিজ জাকির আহমদের সভাপতিত্বে ও হাফিজ আবদুল্লাহ গাজিনগরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হাফিজ শামছুদ্দোহা সুজন, হাফিজ জাকির আহমদ, হাফিজ সালিক আহমদ, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ শাহেদ আহমদ, হাফিজ আকমল হুসাইন, হাফিজ আনিছুর রহমান নাহিদ, হাফিজ আব্দুল হাফিজ, হাফিজ আবিদুল হাসান, হাফিজ জাকারিয়া, হাফিজ জাহেদ আহমদ, হাফিজ মুতিউল মুরসালীন, হাফিজ লুৎফুর রহমান, হাফিজ লুৎফুর রহমান সুনামগঞ্জী, হাফিজ কাউছার বিন ইকবাল, হাফিজ নূরুল হুদা, হাফিজ মিজানুর রহমান, হাফিজ এহসানুল হক্ব নাঈম, হাফিজ রুহুল আমিন, হাফিজ আকরম হুসাইন, হাফিজ অমিত হাসান প্রমুখ।

বৈঠকে সিদ্ধান্ত হয়- জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের ১০০বার্ষিকী দস্তারবন্দি মহাসম্মেলন সফল করার লক্ষে সবধরনের প্রচারণায় সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

আগামী ১০ তারিখের ভিতরে সমস্ত সাথীদের নির্ধারিত ফি পরিশোধ করার জন্য বৈঠকে অনুরোধ করা হয়।

পরে জামিয়ার দাওরায়ে হাদিসের ছাত্র হাফিজ মাহবুব হুসাইনের জন্য রোগমুক্তি কামনার জন্য দোয়া করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত