কুলাউড়া প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৯ ১৯:২৫

হাকালুকির জীববৈচিত্র্য সংরক্ষণকর্মীদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

কুলাউড়ায় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের ‘স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রকল্প’র সাথে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের ‘স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রকল্প’র সাইট অফিসের আয়োজনে সিলেট বিভাগীয় কার্যালয়ের ইসিএ ম্যানেজমেন্ট অফিসার ও সহকারী পরিচালক পারভেজ আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইসরাত জাহান পান্না।

সভায় হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে সরকারের পাশাপাশি হাওর পাড়ের জনগণকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পরে হাকালুকি হাওরে নিযুক্ত ১৩জন জীববৈচিত্র্য সংরক্ষণকর্মীকে ইউনিফর্ম ও সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন ‘স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রকল্প’র কুলাউড়া কার্যালয়ের প্রশাসনিক সহকারি সাইদ আল শাহিন।

আপনার মন্তব্য

আলোচিত