সংবাদ বিজ্ঞপ্তি

১২ ডিসেম্বর, ২০১৯ ০১:১০

প্রবাসী সিলেটি মুজিব সৈনিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রবাসী মুজিব সৈনিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী (সোমবার ৯ ডিসেম্বর) সিলেটের হোটেল মেট্টো ইন্টারন্যাশনাল হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের উপদেষ্টা কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রবাসী সিলেটি মুজিব সৈনিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এম আফতাব আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসাইন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল খালিক, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছাত্তার, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা টিটু চৌধুরী, গোয়াইনঘাট যুবলীগ নেতা সংগঠনের সদস্য মাসুক আহমদ, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা মঞ্চের সহ-সভাপতি তামান্না আক্তার, অর্থ সম্পাদক আব্দুল আজাদ শেহনাজ, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আসিফ আযহার প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসী মুজিব সৈনিক সংগঠন প্রবাস থেকেও মুজিব আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে তারা প্রবাস থেকেও বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ভূমিকা পালন করছে।

সংগঠনের পক্ষ থেকে সংগঠনের তিনজন সিনিয়র উপদেষ্টা এ কে এম সামসুজ্জামান বাহার, ড. খাজা শাহাব আহমদ ও উপদেষ্টা তাজির আহমেদকে এসময় সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত