সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৯ ২২:২৫

বুদ্ধিজীবী দিবসে সিলেট বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে করেছে ‘সিলেট বন্ধুসভা’।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ৩টায় নগরীর চৌহাট্টাস্হ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুসভার বন্ধুরা।

বিকালে ‘এসো জানি দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্পর্কে’ শীর্ষক অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা ও নিজ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির, সাধারণ সম্পাদক দেবাশীস রনি, সৌরজিৎ, তামান্না, স্তুতি, দৃষ্টি, পুষ্পিতা, অনিক, সাফায়াত, মিহরাব, নাছিম, পুতুল, ঝুমু, লাবাহ প্রমুখ।

সিলেট বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির জানান, শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূণ্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য হল আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধদের অবদান সম্পর্কে সচেতন করা।

আগামীকাল সিলেট মুক্ত দিবস উপলক্ষে সিলেট বন্ধুসভা মোমবাতি প্রজ্বলন করবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত