সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৫ ১৫:১১

সাফল্যের ২০১৫: অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশ

২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে সাফল্যে অস্ট্রেলিয়া ছাড়া অন্য সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এবছর সাফল্যের দিক দিয়ে অস্ট্রেলিয়ার পর পরই বাংলাদেশ।

নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে টপকে দ্বিতীয় স্থানে টাইগাররা।

এই সময়ে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া অস্ট্রেলিয়া ২৪ ম্যাচ খেলে জয় পেয়েছে ১৮টিতে। আর বাংলাদেশ ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ১১টিতে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার হারের সংখ্যা সমান সমান। উভয় দলই পাঁচটি করে ম্যাচ হেরেছে।

বাংলাদেশের সাফল্যের হার ৬৮ দশমিক ৭ শতাংশ। আর অস্ট্রেলিয়ার ৭৫ শতাংশ। ৬২ দশমিক ৫ শতাংশ জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থস্থানে থাকা নিউজিল্যান্ডের সাফল্যের হার ৬২ দশমিক ৬ শতাংশ।

ভারতের সাফল্যের হার সাড়ে ৫৬ শতাংশ। শ্রীলঙ্কা পেয়েছে ৫০ শতাংশ সাফল্য। পাকিস্তানের সাফল্যের হার ৪৫ দশমিক ৮ শতাংশ। ইংল্যান্ডের ৪৩ দশমিক ৩ শতাংশ জয়ের পর ৪০ শতাংশ সাফল্য নিয়ে সবার নিচে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত