সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৫ ২২:৩৯

ক্যাচে ‘হাফ সেঞ্চুরি’ মাশরাফির

উইকেটকিপার ছাড়া বাংলাদেশের প্রথম ফিল্ডার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ক্যাচে ‘হাফ সেঞ্চুরি’ করেছেন মাশরাফি বিন মুর্তজা।

সোমবার (৯ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের বলে টিনাশে পানিয়াঙ্গারার ক্যাচটি নিয়ে ক্যাচের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।

ওয়ানডে ক্যারিয়ারের নবম ম্যাচে এসে প্রথম ক্যাচ নিয়েছিলেন মাশরাফি। ২০০৩ সালের পাকিস্তান সফরে ফয়সালাবাদে রাজিন সালেহর বলে ক্যাচ নিয়েছিলেন ইউনুস খানের। ১৫৯তম ওয়ানডেতে ্করলেন ক্যাচের অর্ধশতক।

তবে দেশের হয়ে এটি তার ৪৯তম ক্যাচ। ২০০৭ সালের আফ্রো-এশিয়া কাপে একটি উইকেট যেমন নিয়েছিলেন এশিয়া একাদশের হয়ে, তেমনি নিয়েছিলেন একটি ক্যাচও। তবে সেই উইকেটেও ছিল বাংলাদেশের নাম। মোহাম্মদ রফিকের বলে মাশরাফি নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্সের ক্যাচ।

ক্যাচের রেকর্ডে বাংলাদেশের দ্বিতীয় সাকিব আল হাসান, ৩৯টি। মাহমুদউল্লাহ নিয়ছেন ৩৮ ক্যাচ। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল ৩৫টি করে।

আপনার মন্তব্য

আলোচিত