নিউজ ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:৪০

ত্রিদেশীয় সিরিজ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে হারিয়ে ত্রি দেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। রবিবার সিরিজের ফাইনালে ইংলিশদের ১১২ রানে হারিয়েছে স্বাগতিক দলটি।

ইংল্যান্ডকে হারিয়ে ত্রি দেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। রবিবার সিরিজের ফাইনালে ইংলিশদের ১১২ রানে হারিয়েছে স্বাগতিক দলটি।

টিসে জিতে অসিদের ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ৬০ রানে ৪ উইকেট তুলে নিয়ে সেই সিদ্ধান্তের যথাযোগ্যতাও প্রমাণ করে ইংলিশ বোলাররা। তবে পঞ্চম উইকেটে ১৪১ রানের জুটি গড়ে ইংলিশদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। ৫ রানের জন্য শতক বঞ্চিত হয়ে ৯৫ রানে বিদায় নিয়েছেন ম্যাক্সওয়েল। আর ৬০ রানে বিদায় নেন মার্শ।

এছাড়া ৫০ রানে অপরাজিত থাকেন জেমস ফকনার। এই তিন জনের ইনিংসে ভর করেই ৮ উইকেটে ২৭৮ রানের সংগ্রহ পায় অসিরা।


ইংলিশরা ২৭৯ রানের লক্ষ্যে খেলতে নামলে অাবারও সেই ম্যাক্সওয়েলই কাঁপিয়েছে ইংল্যান্ডকে। তার ৪ উইকেট শিকারে ১৬৬ রানে অল অাউট হয়েছে ইংল্যান্ড। তারা খেলতে পেরেছে ৩৯.১ ওভার। এছাড়া মিচেল জনসন নেন ৩ উইকেট।

ম্যাচ ও সিরিজ সেরা দুজনেই অস্ট্রেলিয়ার। ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল অার সিরিজ সেরা মিচেল স্টার্ক।

আপনার মন্তব্য

আলোচিত