স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৫ ২০:০৭

সুয়ারেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনা

মাঠে মেসিও ছিলেন, কিন্তু আসল আলো ছড়িয়েছেন লুইস সুয়ারেজ। তার দুই গোল আর মেসির এক গোলে ৩ গোলের বিশাল ব্যবধানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে হারিয়ে শিরোপা জেতে বার্সা।

রোববার (২০ ডিসেম্বর) জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে মেসিদের জমজমাট লড়াই দেখতে গ্যালারিতে ৭০ হাজারের চাইতেও বেশি সমর্থকের ভিড়।

ম্যাচের শুরু থেকেই রিভার প্লেটের উপর চড়াও হয়ে খেলতে থাকে বার্সেলোনা। খেলার সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের আক্রমণও সানাতে থাকে মেসি-নেইমাররা। মেসি সুয়ারেজ আর নেইমারের কাছে পাত্তাই পায়নি রিভার প্লেট।

ম্যাচের ৩৬ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। আলভেজের বাড়িয়ে দেওয়া বলে বক্সে নেইমারের সঙ্গে ওয়ান টু ওয়ান করে দারুণ শটে বল জালে জড়ায় লিও মেসি।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। বিরতির পরেই আবারো লিড নেয় বার্সা।

৪৯ মিনিটে সুয়ারেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে থেকে খেই হারায় রিভার প্লেট।

সেই সুযোগে আবারো সুয়ারেজ ম্যাজিক। ৬৮ মিনিটে ডি বক্সে দর্শনীয় এক হেডে গোল করেন এই উরুগুয়ান। সেমিফাইনালে হ্যাটট্রিক করেছিলেন সুয়ারেজ।

আপনার মন্তব্য

আলোচিত