স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৫ ২০:১০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

মেহেদি মিরাজকে অধিনায়ক করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসানদের উপস্থিতিতে বাংলাদেশের ব্যাটিং টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী।

অফ স্পিনার সঞ্জিত সাহা হতে পারেন টাম্পকার্ড।  আরও আছেন সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলামের মত প্রতিশ্রুতিশীল স্পিনাররা।

পেসের দায়িত্বে আব্দুল হালিম, সাইফ উদ্দিন, মেহেদী হাসানররা।

২৭ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী স্কটল্যান্ড ও নামিবিয়া।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরজা (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শফিউল হায়াত, সাঈদ সরকার, মেহেদী হাসান, আব্দুল হালিম, সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলাম, জাকের আলী।

অপেক্ষমান: মুনীম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন, রিফাত প্রধান, কাজী অনিক ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত