স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০১৬ ১৭:৫০

শুধু আপিল নয়, তাসকিনের জন্য ক্রিকেট কূটনীতিকেও কাজে লাগাবে বিসিবি

পেসার তাসকিন আহমেদকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পেতে শুধু আপিল নয়, ক্রিকেট কূটনীতিকেও কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই ক্রিকেট কূটনীতির পথে এরই মধ্যে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সঙ্গে ফোনে কথা হয়েছে বিসিবি সভাপতির।

রবিবার গুলশানে নিজের বাসায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে বলেন, ‘যেহেতু পেসার তাসকিন আহমেদের সব ডেলিভারি আইন লঙ্ঘন করে না, তাই আইসিসির কাছে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনকে ফেরানোর ব্যাপারে আবেদন করবে বিসিবি।’

তিনি বলেন, ‘আইসিসির রিপোর্টে বলা আছে, তাসকিনের কিছু কিছু অ্যাকশনে সমস্যা রয়েছে। তার স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোনও সমস্যা নেই। তাই আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাসকিনের সমস্যা নেই। নির্দিষ্ট কিছু ডেলিভারি না দিলেই হলো। এ ব্যাপারে আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করবো।’

বিসিবির সভাপতি আরও বলেন, ‘আমাদের একটি টেকনিক্যাল কমিটি তাসকিনের ব্যাপারে কাজ করছে। তারা সব কাগজপত্র গুছিয়ে আইসিসির কাছে সেগুলো জমা দেবে। আমার বিশ্বাস আইসিসি তাসকিনের ব্যাপারটি পুনর্বিবেচনা করবে।’

তাসকিন আহমেদ ও আরাফাত সানি নিষিদ্ধ হওয়ার পর বিসিবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেতে দেরি হওয়ায় ক্রিকেট সমর্থকদের মধ্যে ক্ষোভ আছে। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবি কী করছে তা জানতে সমর্থকদের মধ্যে একটা উদ্বেগ থাকাই স্বাভাবিক। তবে কোনো দেশের বোলার নিষিদ্ধ হওয়ার পর এখন পর্যন্ত যত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, এবারের মতো কেউ নেয়নি।’

আপনার মন্তব্য

আলোচিত