ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০১৬ ২১:৪৩

রিয়াদের ব্যাটে অস্ট্রেলিয়াকে ১৫৭ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশ

বেঙ্গালুরুর পিচে অনেক রান হয়। মাঠ ছোট, ব্যাটে ঠিকমত লাগলে ছক্কা। তবে পিচে কিছুটা টার্নও ছিল। তামিমবিহীন 'বিপর্যস্থ' বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৫৬।  এই রান কি যথেষ্ট? হয়ত, হয়ত না। তবে পরিস্থিতি বিবেচনায় একেবারে খারাপ বলা যায় না।

ইনিংসের শুরুতে নড়বড়ে সৌম্য ফিরে যান ১ রানে। মিথুনকে নিয়ে বিপর্যয় কাটানোর চেষ্টায় সাব্বির ঠেকেননি বেশিক্ষণ। ১৭ বলে ১২ রান করে ফিরেছেন তিনি। এরপর সাকিব হাল ধরেন। মিথুন ২৩ বলে ২২ রান করে ফিরলেও সাকিব করেছেন ৩৩।
ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসা মাত্রই দলে যোগ দেয়া শুভাগত এক ছক্কা ও চারে ১৩ রানেই ফিরলে শঙ্কা ঘনিভূত হচ্ছিল।

তবে আবার ব্যাটের ক্যারিশমায় মাহমুদুল্লাহ রিয়াদ খেললেন। অফ ফর্মে থাকা 'ভায়রা' মুশফিককে নিয়ে তিনি যখন ইনিংস শেষে ফিরছেন তাঁর পাশে লেখা ২৯ বলে ৪৯। মুশফিক অপরাজিত ছিলেন ১৫ বলে ১১ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে স্পিনার আডাম জ্যাম্পা নিয়েছেন ৩ উইকেট। 

আপনার মন্তব্য

আলোচিত