স্পোর্টস ডেস্ক

২১ মার্চ, ২০১৬ ২৩:৪৬

তাসকিন-সানিকে নিষিদ্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক: ইয়ান চ্যাপেল

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন দুই টাইগার বোলারকে নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অসি অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান চ্যাপেল।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এর পেছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। এ দুজন টুর্নামেন্টে ভালো করছিল। তাদের বিপক্ষে বিশ্বকাপের আগে বা পরে ব্যবস্থা নেওয়া যেত। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেওয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। এমনকি তারা যুবদলকেও বাংলাদেশে পাঠায়নি। বিষয়টি সোমবারের ম্যাচে বাড়তি উত্তাপ জোগাবে কিনা এমন প্রশ্নে এই অসি কিংবদন্তি বলেন, 'হ্যাঁ, বিষয়টি বাংলাদেশের জন্য মোটিভেশনের একটা জায়গা হতে পারে। তবে অস্ট্রেলিয়া জিততে মরিয়া তাদের পরের তিনটি ম্যাচই জিততে হবে। সুতরাং বাংলাদেশকে সতর্ক থাকতে হবে।'

আপনার মন্তব্য

আলোচিত