নিউজ ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৫ ১৯:১৬

বিশ্বকাপের আগে আবারো নাসির ঝড়

শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রান করে আবাহনী।

আবাহনীকে এই রান তুলতে পারে মূলত অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা নাসিরের কল্যাণে। ৯৮ বলে ১৩টি চারের সাহায্যে ১০৪ রান করেন নাসির।

৬৫ রানের মধ্যে ২ উইকেট হারানো আবাহনীকে এরপর বড় সংগ্রহের দিকেই নিয়ে যাচ্ছিলেন নাসির। তৃতীয় উইকেটে ফরহাদ হোসেনের সঙ্গে ৫৯ আর চতুর্থ উইকেটে চামারা সিলভার সঙ্গে ৭৮ রানের দুটি জুটি গড়েন তিনি।

দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৪৫তম ওভারের শেষ বলে সাব্বিরের বলে আউট হন নাসির।

শুধু নাসিরকেই নয়, জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির একে একে তুলে নেন ফরহাদ হোসেন, চামারা, জিয়াউর রহমান, মোসাদ্দেক হোসেন ও আল-আমিন হোসেনকেও।

১০ ওভার বল করে এই ৬ উইকেট নিতে ৪৩ রান খরচ করেন সাব্বির।

আপনার মন্তব্য

আলোচিত