স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০১৬ ২০:৩৬

ম্যাককালামের ক্ষমা প্রার্থনা

ফাইন লেগে ঠেলে দিয়েই উল্লাসে মেতে উঠলেন সাঙ্গাকারা। অপর প্রান্তে ছিলেন মুত্তিয়া মুরালিধরন। এক রান নিয়েই সাঙ্গাকারাকে অভিনন্দন জানানোর জন্য ছুটলেন মুরালি। কিন্তু সবাইকে অবাক করে স্ট্যাম্প ভেঙ্গে লেগ আম্পায়ারের কাছে আবেদন জানালেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালাম। টিভি রিপ্লেতে দেখা গেল রানআউট হয়েছেন মুরালিধরন। ১৭৯ রানেই প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অলআউট শ্রীলংকা।

২০০৬ সালের সেই বিতর্কিত রানআউটটি করার জন্য মুরালিধরন এবং সাঙ্গাকারার কাছে ক্ষমা চাইলেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

সোমবার মেলবোর্ন ক্রিকেট ক্লাবে (এমসিসি) স্পিরিট অফ ক্রিকেটকে দেয়া একটি লেকচারে তাঁদের কাছে ক্ষমা চান ম্যাককালাম। সেই দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি খুব প্রতিযোগিতাপরায়ণ। জিততে চাই সবকিছু। আমি কোন কিছুর তোয়াক্কা না করে কীভাবে জেতা যায় সেটিই কেবল ভাবি। ৯ বছর আগে মুরালির রান আউটের কথাই ধরুন। আমি তখন সেটিকে ভিন্ন চোখে দেখেছিলাম। আমি অন্যান্যদের থেকে অনেকটা আলাদা। কুমার সাঙ্গাকারাও আজকে এখানে আসবে। সাঙ্গা, আমি তোমার একজন কাছের বন্ধু হিসেবে তোমার এবং মুরালির কাছে সেদিনের সেই আউটের জন্য ক্ষমা চাচ্ছি। মুরালির রানআউট করাটা আমাকে দীর্ঘদিন যাবত মানসিক অবসাদে ভুগিয়েছিল।’

সেই ম্যাচের পর তখনকার লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছিলেন, ‘এটি অবশ্যই ক্রিকেটের জন্য ভালো দিক নয়। এটি হয়ত বৈধভাবেই আউট হয়েছে কিন্তু আমরা ক্রিকেটের স্পিরিট ভঙ্গ করেছিলাম। আশা করি এমনটা আর কখনো হবে না। এভাবে ক্রিকেট খেলা যায় না।’

সেই টেস্টে নিউজিল্যান্ডকে ১১৯ রানের লক্ষ্য দিলে ৫ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত