স্পোর্টস ডেস্ক

০৯ জুন, ২০১৬ ২২:৪০

দুই সপ্তাহের পুনর্বাসনে মুস্তাফিজ

আরও অন্তত ২ সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে বাংলাদেশের 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমানকে। ৮ দিন পর তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে বিসিবি সূত্রে জানা গেছে।

আইপিএল থেকে ফেরার পর সাতক্ষীরায় নিজের বাড়িতে কয়েক দিন বিশ্রাম নিয়ে বুধবার ঢাকায় ফিরেছেন মুস্তাফিজ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবি একাডেমির জিমে দীর্ঘ সময় কাটিয়েছেন ফিজিও-ট্রেনারদের সঙ্গে।

মুস্তাফিজের সঙ্গে সেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, “হ্যামস্ট্রিং ও অ্যাংকেলের চোটটা নিয়ে কাজ করা হচ্ছে। শোল্ডার ও সাইড স্ট্রেইনের বিষয়গুলো রিকভার হয়ে গেছে। আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করবো এবং দেখবো যে প্রতি সপ্তাহে কতটুকু উন্নতি সে করেছে। সেটির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”

প্রথম সপ্তাহে মুস্তাফিজের মাঠে নামার কোন সম্ভাবনা নেই বলে তিনি জানান।

আরও দুই সপ্তাহের মধ্যে মুস্তাফিজের মাঠে নামার সম্ভাবনা খুব কম। মুস্তাফিজকে পেতে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের অপেক্ষা তাই আরও বাড়লো।

আপনার মন্তব্য

আলোচিত