স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০১৬ ১১:২০

গ্রুপ পর্বেই শেষ উরুগুয়ের কোপার দৌড়

কোপা আমেরিকার শতবর্ষী আসরে  গ্রুপ পর্ব থেকেই ‍বিদায় নিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ হেরে আগেই যে খাদের কিনারায় চলে গিয়েছিল উরুগুইয়ানরা। আশা ছিল যদি মেক্সিকো জ্যামাইকার সাথে হারে তবে খানিকটা আশ থাকত তবে জ্যামাইকাকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেক্সিকো যেন সুয়ারজেদেরও বিদায় করে দিল।

ফলে এক ম্যাচ বাকি থাকতেই উরুগুয়ের কোপা শেষ।  ইনজুরি আক্রান্ত লুইস সুয়ারেজের অভাবটা হাঁড়ে হাঁড়েই টের পেয়েছেন কোচ অস্কার তাবারেজ। মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলের লজ্জাজনক হার দিয়ে শুরু। ভেনেজুয়েলার বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারলেন না এডিনসন কাভানিরা। দুই ম্যাচেই সাইড বেঞ্চে বসে দলের এমন করুণ পরিণতির সাক্ষী হলেন বার্সেলোনা তারকা সুয়ারেজ।

পুরো ম্যাচ জুড়ে গোলের জন্য হাহাকার করা কাভানি-সানচেজ-গঞ্জালেজরা একবারও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি। রেফারি শেষ বাঁশি বাজাতেই লজ্জা আর হতাশায় নিমজ্জিত হয় সুয়ারেজবিহীন উরুগুয়ে।

নিয়ম রক্ষার ম্যাচে আগামী মঙ্গলবার (১৪ জুন) জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে। একই দিন সকাল ৬টায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হবে ভেনেজুয়েলা।

আপনার মন্তব্য

আলোচিত