স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০১৬ ১৬:০৭

ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিলেন মুস্তাফিজ

ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড রওনা হয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। সব কিছু ঠিক থাকলে আগামীকাল কাটার মাস্টারের এসেক্সের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে। সব ধরনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় মুস্তাফিজের।

সাকিব, তামিমের পর তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ভিসা জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের চেয়ে এক সাত দিন পর বুধবার(২০ জুলাই) সকালে ইংল্যান্ড রওনা হন তিনি। তবে ইংল্যান্ড সিরিজের আগে দেশে ফেরার কথা রয়েছে তার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) থেকে ইনজুরি নিয়ে ফিরলেও পুরোপুরি ফিট হয়েই ইংল্যান্ড যাচ্ছেন তিনি। সেখানে তিনি রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে সাতটি ম্যাচ খেলতে পারেন। গ্রুপ পর্ব পাড় হতে পারলে ম্যাচের সংখ্যা বাড়বে।

ঢাকা ছাড়ার আগে এ বাঁ হাতি পেসার জানিয়েছেন, সুযোগ পেলে সাসেক্সের হয়ে সেরাটাই দেবেন তিনি।

আজ রাতে লন্ডনে পৌঁছার চব্বিশ ঘণ্টার মধ্যেই ইংলিশ ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি লিগ খেলতে ‘ফিজের’ মাঠে নামার কথা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় এসেক্সের বিপক্ষে মুস্তাফিজের সাসেক্সের ম্যাচ শুরু।

আপনার মন্তব্য

আলোচিত