স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০১৬ ১৮:৩৭

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার স্যামুয়েলস

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে ভূষিত হয়েছেন মারলন স্যামুয়েলস।

মঙ্গলবার অ্যান্টিগায় অনুষ্ঠিত ক্যারিবীয়দের বার্ষিক এক অনুষ্ঠানে স্যামুয়েলসকে সম্মানিত করে ক্যারিবীয় বোর্ড।

স্যামুয়েলস ২০১৫ সালে ২২টি ওয়ানডে ম্যাচে ৮৫৯ রান করেছেন। যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি। এছাড়া ঘরের মাঠে ত্রি-দেশীয় সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। যেখানে ৩৬.৮৫ গড়ে তার রান ছিল ২৫৮।

এছাড়া ক্যারিবীয়দের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন তিনি। ১৫৬ রানের লক্ষ্যে ৬৬ বলে অপরাজিত ৮৫ রান করেন তিনি।
এছাড়া ড্যারেন ব্রাভো বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, ডোয়াইন ব্রাভো ক্যারিবিয়ান বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার এবং ক্রিস গেইল বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সম্মানে ভূষিত হন।

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার বিজয়ীরা হলেনঃ বর্ষসেরা অনূর্ধ্ব-১৯ দল-গায়ানা, অনূর্ধ্ব -১৯ প্লেয়ার অফ দ্য ইয়ার-শিমরোন হেতমায়ের, প্রথম শ্রেণির বর্ষসেরা দল-গায়ানা, বর্ষসেরা ক্যারিবিয়ান টি-টোয়েন্টি ক্রিকেটার-ডোয়াইন ব্রাভো, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-মারলন স্যামুয়েলস, বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার-স্টেফানি টেইলর, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার-ড্যারেন ব্রাভো, বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার-ক্রিস গেইল, বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার-স্টেফানি টেইলর, বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-জোমেল ওয়ারিকান, আজীবন সম্মাননা পুরস্কার-ক্লারভিস জোসেফ, আজীবন সম্মাননা পুরস্কার-রালস্টোন ওটো, বর্ষসেরা নারী ক্রিকেটার-স্টেফানি টেইলর, বর্ষসেরা ক্রিকেটার-মারলন স্যামুয়েলস।

আপনার মন্তব্য

আলোচিত