স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২২

বিকেলে ঢাকা আসছে আফগানিস্তান

আজ বুধবার বিকেলে আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসছে। এর মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফের ফিরছে।

আফগানিস্তানের বাংলাদেশ সফরে তারা বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে।

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে একটি প্রস্তুতি ম্যাচ পাবে আফগানিস্তান। ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সব ম্যাচই দিবারাত্রির।

এদিকে সিরিজের আগে নিজেদের বেশ ভালোভাবে ঝালিয়ে নিয়েই বাংলাদেশে পা রাখছে আফগানরা। বাংলাদেশে আসার আগে ভারতে ক্যাম্প করেছে আফগানিস্তান। সেখানে স্থানীয় উত্তরপ্রদেশ ক্রিকেট দলের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে আফগানরা। টস জিতে আগে ব্যাট করে আফগানরা ২৫৯ রান করে। জবাবে ভারতের উত্তরপ্রদেশের দলটি ২২৭ রানে অলআউট হয়।

আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন সিরিজ দুটি সামনে রেখে মিরপুরে অনুশীলন করে যাচ্ছেন মাশরাফি-মুশফিকরা।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্বত্ব কিনেছে ডাচ-বাংলা ব্যাংক। দুই বছরের জন্য ঘরোয়া সিরিজের টাইটেল স্বত্ব পাওয়া ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম থেকে ডাচ-বাংলা এ স্বত্ব কিনে নেয়।

আপনার মন্তব্য

আলোচিত