স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৮

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে আসগর স্টানিকজাই এর নেতৃত্বে আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ১৭  ক্রিকেটার মোট ২৫ জনের বহর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে আফগানরা। পরদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইমরুল কায়েস, সাব্বির রহমানদের নিয়ে গড়া বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দলটি।

বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবারাত্রির। এই সিরিজ দিয়ে ১০ মাস পর ওয়ানডেতে খেলতে নামবে টাইগাররা।

আফগানিস্তান স্কোয়াড: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত।

আপনার মন্তব্য

আলোচিত