সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১৫

ওয়েষ্ট ইন্ডিজকে হারিয়ে জিতলো পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো পাকিস্তান।

শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বোলারদের দুরন্ত পারফর্মেন্সের পর ব্যাটসম্যানদের দাপটে ক্যারিবীয়দের ৯ উইকেটে হারিয়েছে সরফরাজ আহমেদের দল।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তাদের স্পিন ঘূর্ণিতে প্রথমেই বিপদে পড়ে ক্যারিবীয়রা। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর ২২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে তারা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের কোমরটা আসলে ভেঙেছেন ইমাদ ওয়াসিম। চার ওভারে মাত্র ১৪ রানে ৫ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার।

৪৮ রানে ৮ উইকেট হারিয়ে যখন লজ্জার মুখে দল, তখন একাই বুক চিতিয়ে লড়েন ডোয়াইন ব্রাভো। লেজের ব্যাটসম্যান জেরম টেলরকে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে দলের মুখরক্ষা করেন তিনি। দলীয় সর্বোচ্চ ৫৪ বলে ৫৫ রান করে সোহেল তানভীরের বলে আউট হন তিনি। টেলর করেন ২১ বলে ২১ রান।

এ দুজন ছাড়া ক্যারিবীয়দের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। এক বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৫ রানে।

সহজ লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে পাকিস্তান। ওপেনিং জুটিতে ২৮ রান তুলে আউট হন সারজিল খান। তিনি করেন ২২ রান। এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান।

৩৭ বলে অপরাজিত ৫৫ রান করে দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দেন বাবর আজম। ৩৪ রানে অপরাজিত থাকেন তার সঙ্গী আরেক ওপেনার খালিদ লতিফ।

পাকিস্তানের একমাত্র উইকেটটি নিয়েছেন ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রি।

ম্যাচসেরা হয়েছেন ইমাদ ওয়াসিম। দুদলের দ্বিতীয় ম্যাচ হবে আজই রাত ১০টায় একই ভেন্যুতে।

আপনার মন্তব্য

আলোচিত