স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০০

আল আমিন বাদ নয় শফিউলকে দুই ম্যাচ বাজিয়ে দেখা হচ্ছে: হাথুরুসিংহে

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণার পরই ক্রিকেটপাড়ায় গুঞ্জন কোচ চন্ডিকা হাথুরুসিংহে পছন্দ করেন না বলেই ফর্মে থেকেও দলে জায়গা পাননি আল-আমিন, ফর্মে না থাকলেও নেয়া হয়েছে শফিউলকে। তবে শনিবার ম্যাচের আগের দিন আল-আমিনকে না রাখায় ব্যাখ্যা দিলেন স্বয়ং কোচ। এতে গুঞ্জন কিছুটা চাপা পড়ারই আভাস।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আল-আমিন সম্পর্কে হাথুরুসিংহে বলেন,  ‘দলে নেই মানে এই না যে, সে ফুরিয়ে গেছে। যদি অন্য কোনো দলের বিপক্ষে আমরা খেলতাম তাহলে ছবিটা অন্যরকম হতে পারত। অধিনায়ককে সেরা বৈচিত্র্যময় আক্রমণটাই দিচ্ছি। ও অতীতে অনেক ভালো করেছে। শফিউল ফিট থাকলে সেও অন্যদের মতো ভালো বোলার। আমরা দুটি ম্যাচের জন্য তাকে নিয়েছি, দেখতে চাই সে (শফিউল) কেমন করে।’

বোলিং অ্যাকশন বৈধ হবার পর তাসকিন দলে ঢুকলেও ব্যাখ্যা দিলেন আরাফাত সানিকে না রাখা বিষয়ে। বললেন, আরাফাত সানি ভালো করছিল বলে তাইজুল সুযোগ পায়নি। যখনই সে (তাইজুল) খেলেছে ভালো করেছে। আমি আশাবাদী আরাফাত (সানি) যেভাবে খেলত, তাইজুলও সেটি করবে বা তার চেয়েও ভালো করবে। আর তাসকিনের চেয়ে আরাফাতের সমস্যাটা ভিন্ন। তাকে তাসকিনের চেয়ে বেশি অ্যাকশন বদলাতে হয়েছে। আমরা চাই ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। নতুন অ্যাকশনের সঙ্গে অভ্যস্ত হোক। আমরা তার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স মূল্যায়ন করব।’


আফগানিস্তানকে বিপদজনক প্রতিপক্ষ মানছেন হাথুরুসিংহে। প্রতিপক্ষ সম্পর্কে বললেন, 'আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবে দেখছি, কোনও প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে দেখছি না। আফগানিস্তান বেশ শক্ত দল। তারা বৈশ্বিক পর্যায়ে অনেক ভালো দলের বিপক্ষে অঘটন ঘটিয়েছে। আমরা তাদের খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা অন্যদলগুলোর সঙ্গে যেভাবে পরিকল্পনা কিংবা প্রস্তুতি নেই, তেমন প্রস্তুতি নিয়েই কাল মাঠে নামবো।’

আপনার মন্তব্য

আলোচিত