নিউজ ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৫ ১৩:০১

বিগ ব্যাশে জিতলো সাকিবের দল

মেলবোর্ন রেনেগেটসের হয়ে খেলছেন তিনি

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের এই মৌসুমে খেলতে নেমেই দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে তার দল মেলবোর্ন রেনেগেইডসের জয়ে ১৪ রান ও ২ উইকেট নিয়ে ভূমিকা রাখেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বুধবার হোবার্টের বিপক্ষে মেলবোর্নের জয়টি ৩৭ রানের।

টস হেরে ব্যাট করতে নেমে সাকিবের নতুন দলে মেলবোর্ন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করে।

দলের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন বেন স্টোকস। ঝড়ো এই ইনিংসটি ৮টি চার ও ৫টি ছয়ে সাজান তিনি।

১২ বলে ১৪ রানের ইনিংসে দুটি চার মারেন ৫ নম্বরে ব্যাট করতে নামা সাকিব।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় হোবার্ট।

মেলবোর্নের বোলিং উদ্বোধন করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। হোবার্টের আউট হওয়া শেষ ব্যাটসম্যানের ক্যাচটিও নেন সাকিব।

দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন নিকোলাস উইন্টার।

এছাড়া দুটি করে উইকেট নেন পিটার সিডল ও ফাওয়াদ আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত