সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল, ২০১৫ ১০:৩৩

স্টেডিয়ামের পাশের ভবনে পাকিস্তানের পতাকা; অতঃপর...

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে চলাকালীন গ্যালারীতে যখন টাইগার সমর্থকরা লাল-সবুজের জার্সি পরে মাতিয়ে রাখছিলেন তখন মিরপুর স্টেডিয়ামের পাশের ভবনের ছাদ থেকে কয়েকজন তরুণ পাকিস্তান সমর্থনে পতাকা উড়াতে থাকেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়,  গ্যালারীতে থেকে টাইগার সমর্থকরা নিজ দেশ ছেড়ে পাকিস্তান সমর্থন করা ওই তরুণদের ভৎসর্ণা করেন কিন্তু এতে তারা কোন ভ্রু-ক্ষেপ না করে বরং পাকিস্তান সমর্থন করে উল্টো গ্যালারীর দর্শকদের ব্যঙ্গ করেন ওইসব  তরুণ।

এ নিয়ে গ্যালারীতে উত্তেজনা বাড়তে থাকলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঐ ভবনে গিয়ে পাকিস্তান সমর্থন করা তরুণদের নামিয়ে দেন। এতে গ্যালারী থেকে টাইগার সমর্থকরা হাত তালি দিয়ে পুলিশকে ধন্যবাদ জানান।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ রোববার পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এদিন সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে শুক্রবার প্রথম ম্যাচে ৭৯ রানে জিতেছিল বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে ২২ এপ্রিল বুধবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত