স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৭ ০২:১৬

ফিফার বর্ষসেরা ক্রিস্তিয়ানো রোনালদো

ফিফার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরের পর লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরার পুরস্কার জিতলেন এই পর্তুগিজ তারকা।

ক্রিস্তিয়ানো রোনালদো চতুর্থবারের মতো হলেন বর্ষসেরা ফুটবলার। ব্যক্তিগত দুর্দান্ত পারফরম্যান্স বছর জুড়ে ধরে রাখেন রোনালদো। ক্লাব ফুটবল ও জাতীয় দলের হয়ে মোট চারটি শিরোপা উপহার দেন দলকে।

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্টিত অনুষ্ঠানে আসেননি বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনার ফরোয়ার্ড মেসি। আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানের নাম ছিল ওই তিন জনের সংক্ষিপ্ত তালিকায়।

গেল বছরের ৪ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বর্ষসেরা নির্ধারনে ভোট প্রদান করেন ফুটবল বিশ্বের সকল জাতীয় দলের অধিনায়ক, কোচ, ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফুটবলপ্রেমীরা।

আপনার মন্তব্য

আলোচিত