স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৭ ১৫:১১

আর্জেন্টিনায় ভেঙে দেওয়া হলো মেসির মূর্তি!

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে স্থাপিত লিওনেল মেসির ভাস্কর্য ভাঙচুর করেছে কিছু দুষ্কৃতকারী

সোমবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগতরাতে কিছু দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

কোমরের উপরের অংশ থেকে ভেঙে ফেলা হয় মূর্তিটি। পা দুটো আর ফুটবলটি রেখে বাকি অংশটুকু ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তবে বুয়েন্স আয়ার্সের পুলিশ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে।

পুলিশ জানিয়েছে, ‘মেসির ভাস্কর্যটি কে বা কারা ভেঙে ফেলেছে। অতিসত্বর তাকে ধরে ফেলা হবে।’

জানা যায়, গত বছরের জুনে কোপা আমেরিকার ফাইনালে হারের পরই অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ওই অবস্থায় মান ভাঙিয়ে তাকে দলে ভেড়াতেই বুয়েন্স এইরেসে নির্মাণ করা হয়েছিল মেসির অবিকল একটি মূর্তি। উদ্দেশ্য ছিল মেসির কীর্তিকে সম্মান জানানো। আর সেই মূর্তিকেই কিনা ধ্বংস করে দিয়েছে কিছু দুষ্কৃতকারী!

মূর্তিটি আবার মেরামত করা হবে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। ফুটবল নিয়ে দৌড়ানোর ভঙ্গিতে থাকা ভাস্কর্যটি উন্মোচন করেন শহরটির মেয়র হোরসিও রদ্রিগেজ লরেটা।

তবে মেসির মান ভাঙাতে মূর্তিটি নির্মাণ করা হলেও এর উন্মোচনের পরই ব্যাপক রোষানলের মুখে পড়েছিলেন বুয়েন্স এইরেসের এ মেয়র।

আপনার মন্তব্য

আলোচিত