স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৭ ১২:৩৭

ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন করাচির একটি সেশন আদালত।

একটি মামলায় ৩১টি শুনানিতে অনুপস্থিত থাকায় আকরামের বিরুদ্ধে জামিনযোগ্য এ পরোয়ানা জারি করা হয়।

বছর খানেক আগে করাচির রাস্তায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়ির সঙ্গে আকরামের গাড়ির সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে বচসার একপর্যায়ে সেই সেনা কর্মকর্তা নিজের পিস্তল বের করে আকরামকে হুমকি দেন। এই ঘটনার সূত্র ধরে মামলাটি দায়ের করেন আকরাম নিজেই।

পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যায় আদালতের বাইরে। সে কারণেই এই মামলার শুনানিতে হাজিরা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি কোনো পক্ষ। কিন্তু আইন অনুযায়ী আদালত সেটিকে অপরাধ হিসাবেই দেখছেন।

সেশন আদালত ওয়াসিম আকরামকে আগামী ১৭ জানুয়ারি শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে পরবর্তী শুনানীতে আকরামের উপস্থিত থাকার সম্ভাবনা কমই বলতে হয়। কারণ, পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ধারাভাষ্যকার হিসেবে সে সময় তাঁর অস্ট্রেলিয়া থাকার কথা।

সূত্র: এনডিটিভি।

আপনার মন্তব্য

আলোচিত