সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৫ ১৯:৩৫

তাসকিনের আঘাতে ফিরলেন শেহজাদ

১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৩ রান।

ইনিংসের নবম ওভারের তাসকিন আহমেদের অফস্টাম্পের একটু বাইরে দিয়ে করা বলে আহমেদ শেহজাদের তোলা ক্যাচ দারুণ দক্ষতায় লুফে নেন মাশরাফি বিন মুর্তজা। দুই চারে ১৭ রান করেন পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে মোহাম্মদ রিজওয়ান ও মুক্তার আহমেদের।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে খেলা সাত ম্যাচেই হেরেছে তারা। কোনো ম্যাচে জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি তারা।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে পাকিস্তান আর ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। ৪১ ম্যাচে মাত্র ১১টি জয় পাওয়া দলটির অবস্থান আয়ারল্যান্ডেরও পেছনে।

৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয়ের পর একমাত্র টি-টোয়েন্টিতেও জেতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে আট বছরের অপেক্ষার অবসান ঘটাতে চান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত