নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০১৫ ২২:০১

বাংলাদেশ দলের এখন স্বর্ণযুগ চলছে : অলক কাপালী

বাংলাদেশ ক্রিকেটের এখন স্বর্ণযুগ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার অলক কাপালী। শুক্রবার রাতে টি-২০ তে পাকিস্তানকে হারানোর পর সিলেটটুডে কে দেওয়া এক এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন সিলেটের এই তারকা।

অলক কাপালী বলেন, আমরা এক সময় যে স্বপ্ন দেখতাম, বাংলাদেশ দল এখন সেই স্বর্ণযুগ পার করছে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে ভালো টিম। এই দলটা আর এককভাবে কারো উপর নির্ভশীল নয়। এখন টিম বাংলাদেশ হিসেবে খেলছে বাংলাদেশ। বেটিং-বোলিং-বোলিং তিন বিভাগেই প্রতিদিন উন্নতি করছে দলটি। এটি ভালো দল হয়ে উঠার একটি লক্ষণ।

বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট হ্যাট্টিককারী অলক কাপালী বলেন, গত বিশ্বকাপের শুরুতে অনেকেই আমাদের নিয়ে সমালোচনা করেছিলো। কিন্তু মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই সকল সমালোচনার জবাব দিয়ে চলছে টাইগাররা।

স্টাইলিস্ট এই ব্যাটসম্যান বলেন,  বাংলাদেশ ভালো খেলার এই ধারাবাহিকতা ধরে রাখবে।  এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ আগামী বিশ্বকাপে অনেক ভালো করবে।

আপনার মন্তব্য

আলোচিত